Logo

রাজনীতি    >>   চুক্তি লঙ্ঘন করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইউক্রেন

চুক্তি লঙ্ঘন করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইউক্রেন

চুক্তি লঙ্ঘন করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে ইউক্রেন

Progga News Desk:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের ১৪টি নিশানায় হামলা চালানো হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে সম্মত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব দাবি করেছে। এতে বলা হয়েছে, ‘ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর একতরফাভাবে একাধিক হামলা চালিয়েছে ইউক্রেন।

বিবৃতি অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ার ব্রায়ানস্ক, বেলগোরোদ, স্মোলেনস্ক, লিপেটস্ক এবং ভোরোনেজ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনের ভূখণ্ড লুহানস্ক ও খেরসনেও হামলা হয়েছে। এসব হামলার কথা বার্তা সংস্থা রয়টার্স আলাদা করে যাচাই করে দেখতে পারেনি।

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, ১৮ মার্চ থেকে তারা রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রেখেছে।

পরস্পরের জ্বালানি অবকাঠামোতে ৩০ দিন হামলা না চালাতে গত মাসে সম্মত হয়েছিল রাশিয়া-ইউক্রেন। কিন্তু এর পর থেকে উভয় দেশ ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। এটা তাঁর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই ক্ষমতা গ্রহণ করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন। যুদ্ধ বন্ধের অংশ হিসেবে গত মাসে মস্কো ও কিয়েভের মধ্যে ৩০ দিন মেয়াদি ওই চুক্তিতে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ট্রাম্পের শান্তি প্রচেষ্টা বানচালের অভিযোগ

আজ আলাদাভাবে রাশিয়ার দুটি অঞ্চলের কর্তৃপক্ষ স্থানীয় শিল্প অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ করেছে।

গতকাল শুক্রবার ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কিন্তু এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়া অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে।